মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

স্বাধীনতায় --- মৌসুমী মন্ডল

জীবনের অনির্বাণ আলোকচিত্র নয়,
ব -দ্বীপের আহত মধ্যমায় খুঁজে পেলাম কিছু দগদগে রক্তাক্ত শহরের ফুটেজ।
অরুণলেখার বাগানে ফুটেছে ভুল রুদ্র ফুলেরা। পায়ের নীচে স্বদেশের মাটি কাঁদছে কাঁদছে। ঝলসে উঠছে ধারালো বেয়োনেট,
মায়ের গর্ভকোষে।
চলছে মৃত্যুর অভ্যাস, যাপিত দিনলিপিতে। প্রতিটি দিন, রাত্রির কাছে নিহত হওয়ার আগে নৈশগাছে নির্জনতার মরশুমী শুভ্র ফুল ফোটায়। ঠিক যেন শবদেহ ঢেকে দেয়ার শাদা চাদরেরা। স্বাধীনতার ঘোর কেটে যায়, সৌরউরসে চেপে বসে প্রিজমের তৃষ্ণা।
তবুও পতাকায় লেগে থাকে পরিযায়ী পাখির ডানার নির্মল রঙ।
জোয়ারের ঢেউ ভেঙে ভেঙে নিরন্তর বানিয়ে যাচ্ছি অভ্রভেদী ঝিনুকমালা।
নদী তুমি কার, কার বলো?
এপারের হিঁদুদের নাকি ওপারের মুসলমানের। মানচিত্র ভেদ করে নদী কাঁদে, শুধু কাঁদে।
এইসব কথাদের চেনে গঙ্গা, যমুনা, ভল্গা, টাইগ্রিসের স্রোতধারা।
ইতিহাসও জানে আসলে কারোরই
পায়ের তলায় স্হির মাটি নেই।
চেনা শহরের গলিতে একমুঠো বকুল ফুল তুলতে গিয়ে কুড়িয়ে পেলাম
তাজা প্রাণের রক্ত ঘ্রাণ।
একটি বৃষ্টিদিন ছুঁয়ে দেখতে গিয়ে
আমি হারিয়েছি অযুত সংখ্যার বসন্তকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...