মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

রাতের শহর -- দেবাঞ্জনা পাল

শহরের কাঁধ বেয়ে উঠে আসা রাতগুলো
বাড়িয়ে তোলে এক অচেনা রহস্যের চিৎকার
কানাঘুষোয় বেড়ে ওঠা ফ্ল্যাটগুলোয়
তুলে ধরে স্লিপিং পিল্সের অধিকার
:
নাইট বাল্বে ফিলামেন্টে জ্বলে ওঠে
সব আগামীর চিন্তারা
আর স্মৃতির বন্ধ ঘরে উড়ে বেড়ায় জোনাকিরা
ভিড় ঠেলে উড়ে আসা অতীত জোনাক
ছড়ায় অন্ধ আলোক দিশা
:
আর অব্যক্ত কলম তখনই ব্যক্ত করে
ব্যাথিত মনের হাজারো না জানা কথা
নাড়িয়ে দেয় দিনে চলতে থাকা
বাসে ট্রামে মানুষের ভিড়ে
নিজের একাকীত্বের কথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...