কাঁদছে শিশু ভক্ত সরে, সোনার তরী ওই
রইলো " খেয়া " ঘাটে ঘাটে রবি ঠাকুর কই
শেষ শ্রাবণ ২২ তারিখ শোকের মিছিল চলে
আগে পিছে লক্ষ মানুষ ভাসছে নয়ন জলে
চলছে কবি সবার কাঁধে তিল ধরেনা পথে
বঙ্গ বাসী কাঙাল হোল চলছে রবি রথে
যাহার নামে সরস্বতী র শঙ্কা জাগে মনে
তাহার চলা যায়না বলা এমন বরিষণে
হায় অভাগা ভারতবাসী ডুবল শ্রাবন বানে
আবার কবে উঠবে রবি ভবিতব্যই জানে
শ্রাবণ যখন রোদন ছড়ায় মর্মে আঘাত হানি
মৃত্যুহীন প্রানে কবি বাজায় বীণা খানি
মর্ম মূলে আজ ও শুনি সুরের গুঞ্জরন
এমন রবির দিপ্তি কভু হয় কি বিসর্জন
আমরা জানি শ্রাবণ ধারা অঘোর ধারায় ঝরে
রবির করে কলাপ তুলে ময়ুর নৃত্য করে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন