চিতার ওপর যজ্ঞে বসি, কাঠের টুকরো হাতের কাছে
শৃগাল তখন একটু দূরে, মাংস ও মদ যত্নে আছে
ধূম্র ওড়ায় কোন গুহাটা, বিন-কারণে, অবাক দেখি
চিতার ওপর বসলো নদী, এমন কার্যে বিরাট ফাঁকি...
*
তাই তো দেখি সূর্য ওঠে, প্রপাত নামায় পাহাড়-চূড়ো
হ'য়েই আছি ন্যাকড়া-পুতুল, লাস্যে চিবোই মাছের মুড়ো..
শৃগাল তখন একটু দূরে, মাংস ও মদ যত্নে আছে
ধূম্র ওড়ায় কোন গুহাটা, বিন-কারণে, অবাক দেখি
চিতার ওপর বসলো নদী, এমন কার্যে বিরাট ফাঁকি...
*
তাই তো দেখি সূর্য ওঠে, প্রপাত নামায় পাহাড়-চূড়ো
হ'য়েই আছি ন্যাকড়া-পুতুল, লাস্যে চিবোই মাছের মুড়ো..
এখানে নিজেকে দেখে বিস্মিত ও আনন্দিত হলাম। ধন্যবাদ "রোদ্দুর"
উত্তরমুছুন