মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

সালতামামী -- স্বাতী গুপ্ত

বিবর্ণ তেলচিটে পাতা
উদভ্রান্ত সময়
দিশাহীন ভুলে ঢাকা
:
শ্যামলা মেয়ে মধ্যবিত্ত পরিবারে
মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ 
ফুটেছিলো বছর বিশেক ধরে
:
মোহন বাঁশি বাজেনি কোনও 
তমাল তরুমূলে
অপেক্ষারা বুকের মাঝে 
আজও ওঠে দুলে
:
তবুও বসন্ত আসে শরীর জুড়ে
মধুলোভী হাত ভীড়ে যেত ছুঁয়ে 
অনুভূতি মুহুর্তে মুছে দিয়ে
:
শুরু হলো বিস্ফোরণ স্পর্ধার
প্রতিবাদে খোলা তলোয়ার
:
সময়ের হাত ধরে মাটির কাছাকাছি 
প্রাণের স্পর্শ হৃদয় জুড়ে
মাটির গন্ধে বিশ্বাসী 
:
প্রিয় মুখ গুলো সময়ের সাথে
একে একে বৃক্ষ হয়ে গেছে
খুলে দেখি হিসেবের খাতা
গহন অরণ্যের নীরবতা.........

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...