বিবর্ণ তেলচিটে পাতা
উদভ্রান্ত সময়
দিশাহীন ভুলে ঢাকা
:
শ্যামলা মেয়ে মধ্যবিত্ত পরিবারে
মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ
ফুটেছিলো বছর বিশেক ধরে
:
মোহন বাঁশি বাজেনি কোনও
তমাল তরুমূলে
অপেক্ষারা বুকের মাঝে
আজও ওঠে দুলে
:
তবুও বসন্ত আসে শরীর জুড়ে
মধুলোভী হাত ভীড়ে যেত ছুঁয়ে
অনুভূতি মুহুর্তে মুছে দিয়ে
:
শুরু হলো বিস্ফোরণ স্পর্ধার
প্রতিবাদে খোলা তলোয়ার
:
সময়ের হাত ধরে মাটির কাছাকাছি
প্রাণের স্পর্শ হৃদয় জুড়ে
মাটির গন্ধে বিশ্বাসী
:
প্রিয় মুখ গুলো সময়ের সাথে
একে একে বৃক্ষ হয়ে গেছে
খুলে দেখি হিসেবের খাতা
গহন অরণ্যের নীরবতা.........
উদভ্রান্ত সময়
দিশাহীন ভুলে ঢাকা
:
শ্যামলা মেয়ে মধ্যবিত্ত পরিবারে
মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ
ফুটেছিলো বছর বিশেক ধরে
:
মোহন বাঁশি বাজেনি কোনও
তমাল তরুমূলে
অপেক্ষারা বুকের মাঝে
আজও ওঠে দুলে
:
তবুও বসন্ত আসে শরীর জুড়ে
মধুলোভী হাত ভীড়ে যেত ছুঁয়ে
অনুভূতি মুহুর্তে মুছে দিয়ে
:
শুরু হলো বিস্ফোরণ স্পর্ধার
প্রতিবাদে খোলা তলোয়ার
:
সময়ের হাত ধরে মাটির কাছাকাছি
প্রাণের স্পর্শ হৃদয় জুড়ে
মাটির গন্ধে বিশ্বাসী
:
প্রিয় মুখ গুলো সময়ের সাথে
একে একে বৃক্ষ হয়ে গেছে
খুলে দেখি হিসেবের খাতা
গহন অরণ্যের নীরবতা.........
দারুণ
উত্তরমুছুন