শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

আছো তব মোর ---- জাকিয়া জেসমিন যূথী

আজ এ শুন্য ঘরে নিরব রাতে যদি এলেই খালি হস্তে
আমি তো ভয় পাইনি একটুখানি!
আমি তো জানি হে বন্ধু আমার, জানি
আছে যে তোমার এ হৃদয়খানি। 
.
“চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি .................
.
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।“

যতই দ্বিধায় জমে থাকুক প্রেম –কানন-গড়া
তোমার আবেশ দূর করে দেয় হৃদয়ের সব খরা। 
জীবন নদীর ঢেউয়ে ভেসে ভেসে উঠেছিলাম কূলে
তবু তোমার তরেই সাংগ হবে ভালোবাসায় জানি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...