সারাটা দিন শুধু কোমল গান্ধারে দাঁড়িয়ে
খুঁজে গিয়েছি পরবর্তী স্বর----
পাইনি
আশাবরী আলাপের পর একে একে
পটদীপ - ভূপালী - বেহাগের দ্রুত খেয়াল বিস্তার আর
বোলতানের পর
অবশেষে বিলম্বিত ত্রিতালে
জয়জয়ন্তী -----
অঙ্কটা মেলেনি
মাত্রার হিসেবে কিঞ্চিত গরমিল ছিল !
জীবনের খাতায় জমে উঠেছে
দুর্বোধ্য সংখ্যাতত্ত্ব ----
তোমার কাছে বোধহয় কোনো ঐহিক অঙ্কের
উত্তরই মেলেনা ----তাই
প্রতীক্ষা আমৃত্যু
আপন মনেই গুনগুন করি ----
"চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনমতে
এখন সময় হলো ওপার থেকে আপনাকে দিই আনি ----
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি "---
খুঁজে গিয়েছি পরবর্তী স্বর----
পাইনি
আশাবরী আলাপের পর একে একে
পটদীপ - ভূপালী - বেহাগের দ্রুত খেয়াল বিস্তার আর
বোলতানের পর
অবশেষে বিলম্বিত ত্রিতালে
জয়জয়ন্তী -----
অঙ্কটা মেলেনি
মাত্রার হিসেবে কিঞ্চিত গরমিল ছিল !
জীবনের খাতায় জমে উঠেছে
দুর্বোধ্য সংখ্যাতত্ত্ব ----
তোমার কাছে বোধহয় কোনো ঐহিক অঙ্কের
উত্তরই মেলেনা ----তাই
প্রতীক্ষা আমৃত্যু
আপন মনেই গুনগুন করি ----
"চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনমতে
এখন সময় হলো ওপার থেকে আপনাকে দিই আনি ----
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি "---
ভালো লাগলো
উত্তরমুছুন