শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

রিহ্যাবের চৌকাঠে ------ প্রদীপ্ত দাস

অনাবশ্যক বার্তালাপ নয়
অজ্ঞসম বসে থাকো... মুঠোয় ওড়াও বাতাস
সচেতন কোনো প্রতিবাদও নয়
নিরুত্তাপ বসে থাকো... ছুঁড়ে ফেলে অনুরাগের আভাস

আসবে, ঠিক আসবে নিরাময় -

ঐহিক চাহিদার পাহাড় থেকে
তোমাকে বিরত রাখবে শিশুস্বপ্ন কিছু
অপকর্ষের গ্লানির ফাঁস যাবে
সরে সরে; অনুত্তীর্ণ কায়ামন রয়ে যাবে পিছু

আসবে, ঠিক আসবে নিরাময় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...