অনাবশ্যক বার্তালাপ নয়
অজ্ঞসম বসে থাকো... মুঠোয় ওড়াও বাতাস
সচেতন কোনো প্রতিবাদও নয়
নিরুত্তাপ বসে থাকো... ছুঁড়ে ফেলে অনুরাগের আভাস
আসবে, ঠিক আসবে নিরাময় -
ঐহিক চাহিদার পাহাড় থেকে
তোমাকে বিরত রাখবে শিশুস্বপ্ন কিছু
অপকর্ষের গ্লানির ফাঁস যাবে
সরে সরে; অনুত্তীর্ণ কায়ামন রয়ে যাবে পিছু
আসবে, ঠিক আসবে নিরাময়
অজ্ঞসম বসে থাকো... মুঠোয় ওড়াও বাতাস
সচেতন কোনো প্রতিবাদও নয়
নিরুত্তাপ বসে থাকো... ছুঁড়ে ফেলে অনুরাগের আভাস
আসবে, ঠিক আসবে নিরাময় -
ঐহিক চাহিদার পাহাড় থেকে
তোমাকে বিরত রাখবে শিশুস্বপ্ন কিছু
অপকর্ষের গ্লানির ফাঁস যাবে
সরে সরে; অনুত্তীর্ণ কায়ামন রয়ে যাবে পিছু
আসবে, ঠিক আসবে নিরাময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন