নাহ.....আপাতত ঢেউ গুনতে চাইছি না
বরং ভেজা পায়ে উঠে আসা যাক চকচকে বালিয়াড়ি ছেড়ে
আলো নিভে এলে হলুদ সংলাপের গায়ে ফুটে ওঠে মরচে'র রঙ
সেসব রঙের ছায়ায় আর'ও প্রকট হয় খুনি চরিত্রগুলি
:
নাহ....কোন কৈফিয়ত তলব নয়
স্রোতের মুখে নৌকাডুবি'র চিত্রায়ণ আগে'ও দেখেছি বহুবার
বরং এ ফুরসতে পচনশীল পাটাতনের কাছে গল্পটি শুনে নিই.....
জেনে নিই নিরুদ্দেশ নাবিকটির কোনো ঘর ছিল কি না
:
শুনতে শুনতে একসময় গোধূলি ছাপিয়ে মুখর হয়ে উঠবে অপেক্ষার সাউন্ড ট্র্যাক
আর...আমার গা বেয়ে উঠে আসবে সেই মেয়েটি'র শীতল নিঃশ্বাস
"প্যাক আপ " বলার আগেই ভেসে গেছিল যে
বরং ভেজা পায়ে উঠে আসা যাক চকচকে বালিয়াড়ি ছেড়ে
আলো নিভে এলে হলুদ সংলাপের গায়ে ফুটে ওঠে মরচে'র রঙ
সেসব রঙের ছায়ায় আর'ও প্রকট হয় খুনি চরিত্রগুলি
:
নাহ....কোন কৈফিয়ত তলব নয়
স্রোতের মুখে নৌকাডুবি'র চিত্রায়ণ আগে'ও দেখেছি বহুবার
বরং এ ফুরসতে পচনশীল পাটাতনের কাছে গল্পটি শুনে নিই.....
জেনে নিই নিরুদ্দেশ নাবিকটির কোনো ঘর ছিল কি না
:
শুনতে শুনতে একসময় গোধূলি ছাপিয়ে মুখর হয়ে উঠবে অপেক্ষার সাউন্ড ট্র্যাক
আর...আমার গা বেয়ে উঠে আসবে সেই মেয়েটি'র শীতল নিঃশ্বাস
"প্যাক আপ " বলার আগেই ভেসে গেছিল যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন