শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

শুধুই নারী ---- সুজাতা বন্দ্যোপাধ্যায়

বিদায়ী বেলায় মনখারাপের অ্যাসাইলামে 
বিষন্নতার সাদর আমন্ত্রণ 
অনুশোচনার অন্তরে অন্যমনস্কতার অনুভব 
:
ভরসা আর ভালবাসার ঘরে খেলা করে
ডিভোর্সের হাতছানি
সাংসারিক আধিপত্য উপহাস করে স্ত্রী সত্তাকে
:
প্রভুত্বের দাক্ষিণ্যে নারীত্বের মোক্ষলাভ ঘটে
আয়নার প্রতিবিম্বে উইনারের হাসি
বিবেকের কাছে দাঁড়িয়ে থাকা -
:
এক স্বাধীন নারী
শুধই নারী
শুধুমাত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...