কুন্দ ফুলের মালা আজ তোমায় নিবেদন,
বাসর হলো শেষ, চৈতির জলসায়।
জড়িয়ে কস্তূরী ঘ্রাণ ছেড়েছো বসন্ত বেশ,
সেজেছো "রুদ্রদেব",জলের বুকে জাগছে বিহান!
তন্দ্রা জড়ানো চোখ, সুমধুর কলধ্বনি ভৈরবী আবেশ।
বাসর হলো শেষ, চৈতির জলসায়।
জড়িয়ে কস্তূরী ঘ্রাণ ছেড়েছো বসন্ত বেশ,
সেজেছো "রুদ্রদেব",জলের বুকে জাগছে বিহান!
তন্দ্রা জড়ানো চোখ, সুমধুর কলধ্বনি ভৈরবী আবেশ।
আম্রপত্রে সাজানো সিন্দূরে জেগেছে মঙ্গলঘট,
যা কিছু ছিলো, মান অভিমান স্মৃতির মোড়কে রাখা,
ভেসে যায় আবছা আলো স্রোতে...
যত দোষ-অদোষ, এই বেলা করো মার্জনা।
হে চির নুতন, আজ এই প্রভাতে তোমকেই করি আহ্বান....
যা কিছু ছিলো, মান অভিমান স্মৃতির মোড়কে রাখা,
ভেসে যায় আবছা আলো স্রোতে...
যত দোষ-অদোষ, এই বেলা করো মার্জনা।
হে চির নুতন, আজ এই প্রভাতে তোমকেই করি আহ্বান....
সত্যের চোখ বিকশিত হোক,
পূর্ণ পাত্র উঠুক ভরে শস্য শ্যামলে,
জীবন হোক মধুর,
শান্তি ঝরুক ধরাধামে....
এসো নতুন সাজে, নব বৈশাখে "নববর্ষ"
পূর্ণ পাত্র উঠুক ভরে শস্য শ্যামলে,
জীবন হোক মধুর,
শান্তি ঝরুক ধরাধামে....
এসো নতুন সাজে, নব বৈশাখে "নববর্ষ"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন