শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

গন্ধ ---- সুমনা দও

তুমি চিঠি লিখতে বলেছিলে
কারন কাগজে আমার গন্ধ পাও !
তারপর সারাবিকেল
বিষণ্ণতা নিয়ে বাগানে বসেছি..
বসন্তবৌরি ডেকে গেছে অমলতাসে..
চায়ের দাগ লাগা সন্ধ্যে
শুকিয়ে গেছে টেবিলের কোনায়..
হলুদ খামে খুচরো এস্রাজও
বেজেছে কত রাত অব্দি !
জাফরান এর স্বাদ
সেই ভোরবেলায় ঘুম পাড়িয়েছে।
তুমি পারফিউম লাগাতেও নিষেধ করেছিলে
শরীরে নাকি আমার গন্ধ পাও ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...