বোহেমিয়ান ভাবনায় অনুরাগের উদগিরণে
তপ্ত বালিয়াড়িতে সচেতন নগ্ন পা
পরিচ্ছন্ন জীবনে পলির কোমলতায়
আবাদ করা ঐচ্ছিক স্বপ্নগুলো
উগরে দেয় স্বীয় অস্তিত্ব ইমারতের বন্দী খাঁচায়
তপ্ত বালিয়াড়িতে সচেতন নগ্ন পা
পরিচ্ছন্ন জীবনে পলির কোমলতায়
আবাদ করা ঐচ্ছিক স্বপ্নগুলো
উগরে দেয় স্বীয় অস্তিত্ব ইমারতের বন্দী খাঁচায়
নিদানকালে অজ্ঞতার খোলসে ঢাকা
ধূর্ত কিছু অবয়ব ঘুরে দাঁড়ায়
পিনপতন নিরবতায় অবমুক্ত করে
সোনালী জলের মোহাবিষ্ট আচরণ
গোরখোদক হয়ে উপড়ে ফেলে
কিছু ঘাসফুলের জীবন নির্মমভাবে
ধূর্ত কিছু অবয়ব ঘুরে দাঁড়ায়
পিনপতন নিরবতায় অবমুক্ত করে
সোনালী জলের মোহাবিষ্ট আচরণ
গোরখোদক হয়ে উপড়ে ফেলে
কিছু ঘাসফুলের জীবন নির্মমভাবে
ক্লিশেতর জীবন যুদ্ধে অনুত্তীর্ণ মার্সেনারি
ঐহিক মায়াজাল ছিন্ন করে
অবেলায় পাড়ি দেয় শেষ গন্তব্যে
ব্যারাকে পড়ে থাকা ওয়ালেটে তখনো হাসে
প্রিয়তমা স্ত্রীর সাথে তার অবুঝ সন্তান
ঐহিক মায়াজাল ছিন্ন করে
অবেলায় পাড়ি দেয় শেষ গন্তব্যে
ব্যারাকে পড়ে থাকা ওয়ালেটে তখনো হাসে
প্রিয়তমা স্ত্রীর সাথে তার অবুঝ সন্তান
অতঃপর চারদিকে আজানের প্রতিধ্বনি শেষে
গায়েবানা জানাজা পড়া থেকে বিরত থাকে
অপকর্ষের আবরণে ঢাকা হিংস্র শকুনের দল
যাদের অত্যাচার শেষে অপঘাতে খুন হয়
প্রতিনিয়ত কিছু নিষ্পাপ মুখের হাসি
ময়নাতদন্ত শেষে সেসব হাসির
ফরেনসিক রিপোর্টে লেখা থাকে "নির্দোষিতা"
গায়েবানা জানাজা পড়া থেকে বিরত থাকে
অপকর্ষের আবরণে ঢাকা হিংস্র শকুনের দল
যাদের অত্যাচার শেষে অপঘাতে খুন হয়
প্রতিনিয়ত কিছু নিষ্পাপ মুখের হাসি
ময়নাতদন্ত শেষে সেসব হাসির
ফরেনসিক রিপোর্টে লেখা থাকে "নির্দোষিতা"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন