আলকাতরার গন্ধটা জিভের ডগায় ঠেকলেই
ছেলেটা পাগল হয়ে যায়…হিজিবিজি আঁকতে বসে…
আমি ছেলেটাকে চিনি…ছেলেটাও আমাকে চিনতো… পোল'টার ওপারে আমাদের দুটো ঘুনসি
ঘুণধরা কড়িকাঠে ঝুলে রয়েছে আজও…
ছেলেটা পাগল হয়ে যায়…হিজিবিজি আঁকতে বসে…
আমি ছেলেটাকে চিনি…ছেলেটাও আমাকে চিনতো… পোল'টার ওপারে আমাদের দুটো ঘুনসি
ঘুণধরা কড়িকাঠে ঝুলে রয়েছে আজও…
বাইশ বছর ধরে আমি সাইকেল চালাই
ফি-বছর পোলটা আপডেট করা হয়
কালো গন্ধে প্রতিবার বসন্ত আসে এদিকে…
ফি-বছর পোলটা আপডেট করা হয়
কালো গন্ধে প্রতিবার বসন্ত আসে এদিকে…
আমি দাঁড়াবার সময় পাই না…
কারণ আজ টিউশনির মাইনে পাওয়ার কথা
মাইনে পেলে একটা আলকাতরার টিন
এবং দুটো তুলি কিনতে হবে…
কারণ আজ টিউশনির মাইনে পাওয়ার কথা
মাইনে পেলে একটা আলকাতরার টিন
এবং দুটো তুলি কিনতে হবে…
আগামী বর্ষার আগে অনেক আঁকা বাকি…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন