মুহূর্তদের ছায়া মেপে নিচ্ছি তোমার দীর্ঘকালীন অনুপস্থিতিতে
ফলতঃ, ফিরতে চাইছি নাটকের পূর্ব অঙ্কের বিদায় দৃশ্যে, যেখানে
এখনও অপেক্ষায় তোমাকে আষ্টেপিষ্টে ছুঁয়ে থাকা গল্প
:
তাহলে এভাবে এখনই হেঁটে যাওয়া যাক ঐহিক গন্তব্য
হাতের মুঠোয় ছায়াসাক্ষী
ভাঙছি সন্তর্পণে সম্পর্কের মলাট___
:
একা রাত বেছে নেয় অপসৃয়মান বাইশ গজ দূরত্ব
ইথার তরঙ্গে ঋতুপরিবর্তনের বায়বীয় অবয়ব
বদলাচ্ছে স্পর্শের ডাইমেনশন...
ফলতঃ, ফিরতে চাইছি নাটকের পূর্ব অঙ্কের বিদায় দৃশ্যে, যেখানে
এখনও অপেক্ষায় তোমাকে আষ্টেপিষ্টে ছুঁয়ে থাকা গল্প
:
তাহলে এভাবে এখনই হেঁটে যাওয়া যাক ঐহিক গন্তব্য
হাতের মুঠোয় ছায়াসাক্ষী
ভাঙছি সন্তর্পণে সম্পর্কের মলাট___
:
একা রাত বেছে নেয় অপসৃয়মান বাইশ গজ দূরত্ব
ইথার তরঙ্গে ঋতুপরিবর্তনের বায়বীয় অবয়ব
বদলাচ্ছে স্পর্শের ডাইমেনশন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন