শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

দ্য শো মাস্ট গো অন ----- শঙ্খসাথি পাল

মুহূর্তদের ছায়া মেপে নিচ্ছি তোমার দীর্ঘকালীন অনুপস্থিতিতে
ফলতঃ, ফিরতে চাইছি নাটকের পূর্ব অঙ্কের বিদায় দৃশ্যে, যেখানে 
এখনও অপেক্ষায় তোমাকে আষ্টেপিষ্টে ছুঁয়ে থাকা গল্প 
:
তাহলে এভাবে এখনই হেঁটে যাওয়া যাক ঐহিক গন্তব্য 
হাতের মুঠোয় ছায়াসাক্ষী 
ভাঙছি সন্তর্পণে সম্পর্কের মলাট___
:
একা রাত বেছে নেয় অপসৃয়মান বাইশ গজ দূরত্ব 
ইথার তরঙ্গে ঋতুপরিবর্তনের বায়বীয় অবয়ব 
বদলাচ্ছে স্পর্শের ডাইমেনশন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...