হাম্বীর...
ছায়ারা দীর্ঘতর হয় কোন রাতে,
ফেলে আসা সম্পর্কের মিছিলে মুখগুলি,
আর বাইশ গজ পিছিয়ে আয়নায়...আমি
ছায়ারা দীর্ঘতর হয়, পুরোনো অতীত,
জীবনের লেনদেন ফিকে পড়ে যায়
সব ভুলে, শুধু হাউস বিল্ডিং লোন পড়ে থাকে।
বিষন্ন অতীতকাল, মুহূর্তে কাছে আসে বিচ কোভালাম,
এখন সব রাতে শুধু ফয়েলের আলপ্রাজোলাম,
সেই পুরোনো বাইশ গজের হিসাব..
.
ছায়ারা দীর্ঘ হতে হতে একা আমি,আর হাম্বীর
তান,
ব্যালকনি তে সেতারে, আমি আর বিলায়েত খান।
থেকে গেছে সেই বাইশ গজ..
ছায়ারা দীর্ঘতর হয় কোন রাতে,
ফেলে আসা সম্পর্কের মিছিলে মুখগুলি,
আর বাইশ গজ পিছিয়ে আয়নায়...আমি
ছায়ারা দীর্ঘতর হয়, পুরোনো অতীত,
জীবনের লেনদেন ফিকে পড়ে যায়
সব ভুলে, শুধু হাউস বিল্ডিং লোন পড়ে থাকে।
বিষন্ন অতীতকাল, মুহূর্তে কাছে আসে বিচ কোভালাম,
এখন সব রাতে শুধু ফয়েলের আলপ্রাজোলাম,
সেই পুরোনো বাইশ গজের হিসাব..
.
ছায়ারা দীর্ঘ হতে হতে একা আমি,আর হাম্বীর
তান,
ব্যালকনি তে সেতারে, আমি আর বিলায়েত খান।
থেকে গেছে সেই বাইশ গজ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন