শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

স্বগতোক্তি ----- শ্রীলেখা মুখার্জ্জী

নৈঃশব্দ্যের গভীরতা মাপা রাতে 
আমি প্রথা ভেঙে 
বিগত বাইশ গজ শূণ্যতায়
সম্পর্কের ফসিল নাড়াচাড়ায় ব্যস্ত
:
মুছে যাওয়া আমি'র 
স্পর্শ অনুভূতির আনুপাতিক পরিবর্তন
বোঝার চেষ্টা করছি--
:
পিছন ফিরে তাকাতেই দৃশ্যমান
অতি পরিচিত অতীত
:
তোমায় ঘিরে নিবিড়তর আলাপনগুলি
এই মুহূর্তেই বলতে চাই
আঁধারের ছায়া-কলেবর সাক্ষী রেখে--

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...