শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

অরণি তোমাকে ভেবে ----- রিক্তা চক্রবর্তী

দৃশ্য -(১)
:
লক্ষ্যভেদী হৃদপিণ্ড ... অভাবী জরা বৃষ্টিশূন্য জীবন জুড়ে 
প্রতিবার তোমাকে হারিয়েছি 
:
সুদর্শন ফোবিয়ায় ভুগে ভুগে 
শেষরাতের অন্তরঙ্গ প্রহরে শুধু তোমাকেই ভেবেছি 
:
প্রতি মুহূর্তে তোমাহীন-কর্পুর প্রাণের রেকাবি থেকে
সবুজ ঘ্রাণ হয়ে উড়ে যাচ্ছে মুহূর্তের আতরকৌটোয় ভরে 
:
দৃশ্য - (২)
:
দিন কাটছে ... রাত হচ্ছে নিয়মমতো 
কুয়াশার রেলিং ধরে নেমে আসা মনখারাপগুলি বাক্সবন্দী হচ্ছে
:
তোমার চলে যাওয়ার সাদা কালো ছবিটি ঘিরে রোজ ভোর হচ্ছে 
তিনতলার কোণের ঘরটায় রেশমকুঠি বুনছে ধুলো পড়া মুহূর্তগুলি 
:
আমার বিশতম জন্মদিনে দেওয়া তোমার রেকর্ডপ্লেয়ারটায় তখন ......
:
" চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি

জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ...... "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...