যা হৃদয় থেকে দূরে থাকে
তাকে সাফল্যের মতো অস্পষ্ট মনে হয়
এটাই জীবনের দস্তুর ...
:
তবুও কোন কোনদিন মেঘেদের শরীরে উল্কির মতো
আচম্বিতে নেমে আসে বাকসিদ্ধ দুর্যোগ ...
:
বাতাসের মতো নির্বান্ধব ধোঁয়ার বিষে নীল হয়ে ওঠে চারিধার
মন্বন্তর নয় ... মৃত মানুষের মননজাত অমৃত সম্ভার
হাইওয়ে চিরে গর্ভনিরোধক পুরুষালি পিলে আশ্রয় নেয়
:
যে যতো ফুরিয়ে যায়
দরজা আঁকার পর তাকে ঠিক ততটাই আপন লাগে
এটাই জীবনের দস্তুর
তাকে সাফল্যের মতো অস্পষ্ট মনে হয়
এটাই জীবনের দস্তুর ...
:
তবুও কোন কোনদিন মেঘেদের শরীরে উল্কির মতো
আচম্বিতে নেমে আসে বাকসিদ্ধ দুর্যোগ ...
:
বাতাসের মতো নির্বান্ধব ধোঁয়ার বিষে নীল হয়ে ওঠে চারিধার
মন্বন্তর নয় ... মৃত মানুষের মননজাত অমৃত সম্ভার
হাইওয়ে চিরে গর্ভনিরোধক পুরুষালি পিলে আশ্রয় নেয়
:
যে যতো ফুরিয়ে যায়
দরজা আঁকার পর তাকে ঠিক ততটাই আপন লাগে
এটাই জীবনের দস্তুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন