প্রেমের কনো গ্রাফিক্স কার্ড হয় না
সে জলের মতোই স্বচ্ছ স্বাভাবিকতায়
তাই কখন সে মাথার ডাস্টবিনে
কিম্বা অ্যালকোহলিক গ্লানির গ্লাসে
জমে যায় শব্দের মাইগ্রেন হয়ে
মন ছুটি পেতে চায়
জীবন প্রাসঙ্গিকতার ভুবন পেরিয়ে
অক্ষর সমষ্টির সঙ্গা রচনা করে
শুধু কবিতার নিমিত্তেই আমার যন্ত্রণারা
শাপে বর পায়
কবিতা আবার জন্ম নেয় ।
নিঃশ্বাস নেয় প্রাণ
সে জলের মতোই স্বচ্ছ স্বাভাবিকতায়
তাই কখন সে মাথার ডাস্টবিনে
কিম্বা অ্যালকোহলিক গ্লানির গ্লাসে
জমে যায় শব্দের মাইগ্রেন হয়ে
মন ছুটি পেতে চায়
জীবন প্রাসঙ্গিকতার ভুবন পেরিয়ে
অক্ষর সমষ্টির সঙ্গা রচনা করে
শুধু কবিতার নিমিত্তেই আমার যন্ত্রণারা
শাপে বর পায়
কবিতা আবার জন্ম নেয় ।
নিঃশ্বাস নেয় প্রাণ
শুধু প্রানের কারনেই লম্পট আমি
অবৈধ আঁচল টেনে ধরি কবিতার স্বার্থে
তোমাকে নারী মেনেই কবিতা লিখেছি কতবার
কখন রক্ত পাতের দূরত্ব বজায় রেখে
কখন একাকীত্ব সঙ্গমের লিউমেরিক
ছন্দ তৈরি করেছে নীরন্ধ্র পেন্সিল
শুধু কবিতার জন্য এই শরীরের জন্ম সত্য হয়
তবে আরেকটু বেশি বাঁচতে চাই লোভে
পুকুরের পাশের কাদায় ঝোপ ঝাড় মাড়িয়ে
দেখতে চাই আমার পায়ের ছাপ
মানুষের লাল চোখের হিড়িক এড়িয়ে
লাল ফ্ল্যাগের হুল্লোড় করতে চাই
কলমের খসখসে টানে ।
বুকের কলজে তে জল জমিয়ে রেখেছি
ব্যাথা নেশা অক্ষর আবার গুলে গিয়ে তাতে
আমায় বারবার অন্তঃসত্তা করবে ।
কবিতা আসবে
তাই শুধু কবিতার জন্য
অবৈধ আঁচল টেনে ধরি কবিতার স্বার্থে
তোমাকে নারী মেনেই কবিতা লিখেছি কতবার
কখন রক্ত পাতের দূরত্ব বজায় রেখে
কখন একাকীত্ব সঙ্গমের লিউমেরিক
ছন্দ তৈরি করেছে নীরন্ধ্র পেন্সিল
শুধু কবিতার জন্য এই শরীরের জন্ম সত্য হয়
তবে আরেকটু বেশি বাঁচতে চাই লোভে
পুকুরের পাশের কাদায় ঝোপ ঝাড় মাড়িয়ে
দেখতে চাই আমার পায়ের ছাপ
মানুষের লাল চোখের হিড়িক এড়িয়ে
লাল ফ্ল্যাগের হুল্লোড় করতে চাই
কলমের খসখসে টানে ।
বুকের কলজে তে জল জমিয়ে রেখেছি
ব্যাথা নেশা অক্ষর আবার গুলে গিয়ে তাতে
আমায় বারবার অন্তঃসত্তা করবে ।
কবিতা আসবে
তাই শুধু কবিতার জন্য
আমি একশো বার তাচ্ছিল্য করেছি অমরত্ব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন