শুধু কবিতার জন্য পৃথিবীতে আসা
হিম সন্ধ্যেবেলায় বিস্তীর্ণ পথে শুধু
তোমার উষ্ণতা পাবো বলে হেঁটে চলা
অপলক মুখশ্রীর শান্ত মুখ
সৃষ্ট শুধু তোমারই জন্য কবিতা
তুমি শুধু নও অপরূপা
বুকের মাঝে রক্তক্ষরণ ,মেঘে গাঙ্গেয় উপত্যকা জুড়ে মৌসিনরামের বৃষ্টিপাতের শব্দে পেয়েছি তোমায় সর্বময়ী রূপে
জ্বালাময় পৃথিবীতে বেঁচে থাকা
শুধু তোমার জন্য
জীবনের শত বসন্ত
তাচ্ছিল্য করেছি
আমার প্রতিটি স্পন্দন জুড়ে
শুধু তুমি .....
হিম সন্ধ্যেবেলায় বিস্তীর্ণ পথে শুধু
তোমার উষ্ণতা পাবো বলে হেঁটে চলা
অপলক মুখশ্রীর শান্ত মুখ
সৃষ্ট শুধু তোমারই জন্য কবিতা
তুমি শুধু নও অপরূপা
বুকের মাঝে রক্তক্ষরণ ,মেঘে গাঙ্গেয় উপত্যকা জুড়ে মৌসিনরামের বৃষ্টিপাতের শব্দে পেয়েছি তোমায় সর্বময়ী রূপে
জ্বালাময় পৃথিবীতে বেঁচে থাকা
শুধু তোমার জন্য
জীবনের শত বসন্ত
তাচ্ছিল্য করেছি
আমার প্রতিটি স্পন্দন জুড়ে
শুধু তুমি .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন