চেনা বৃত্তের মেয়াদ মুছে ফেলে মুখোমুখি
সরল রেখায় আমরা
জানু মুড়ে বসেছি তোমার সম্মুখে
করতলে রক্তিম আহ্বান
শুধু কবিতার জন্য - তুমি আমার
একাকী হিম কোনো সন্ধ্যায়,
দোমড়ানো জীবনের অবশেষটুকু জ্বালিয়েছি তোমার অপেক্ষায়,
শুধু কবিতার উদগ্র নেশায় ছুয়েঁছি নীলচে মেঘ
ঝর্ণার প্রবাহ
অথবা গোধূলী আভা
কেবল তোমায় ছাড়া...
অমরত্বের দাবীদার কোনো দিনই ছিলাম না,
তাই ঘৃণার বশে বারবার ভালোবেসে ফেলি তোমায়
-জৈবিক অভ্যাসে...
শুধু কবিতার জন্য
সব কিছু ভুলে গিয়ে তোমার হয়ে যাই
শুধু কবিতার জন্য
জীবন থমকে থাকে মধ্যরাতের গানে
শুধু কবিতার জন্য
আমাদের জাগতিক দূরত্বকে মিলিয়ে দিই কল্পনায়
শুধু কবিতার জন্য
শুধু তোমার জন্যে...
সরল রেখায় আমরা
জানু মুড়ে বসেছি তোমার সম্মুখে
করতলে রক্তিম আহ্বান
শুধু কবিতার জন্য - তুমি আমার
একাকী হিম কোনো সন্ধ্যায়,
দোমড়ানো জীবনের অবশেষটুকু জ্বালিয়েছি তোমার অপেক্ষায়,
শুধু কবিতার উদগ্র নেশায় ছুয়েঁছি নীলচে মেঘ
ঝর্ণার প্রবাহ
অথবা গোধূলী আভা
কেবল তোমায় ছাড়া...
অমরত্বের দাবীদার কোনো দিনই ছিলাম না,
তাই ঘৃণার বশে বারবার ভালোবেসে ফেলি তোমায়
-জৈবিক অভ্যাসে...
শুধু কবিতার জন্য
সব কিছু ভুলে গিয়ে তোমার হয়ে যাই
শুধু কবিতার জন্য
জীবন থমকে থাকে মধ্যরাতের গানে
শুধু কবিতার জন্য
আমাদের জাগতিক দূরত্বকে মিলিয়ে দিই কল্পনায়
শুধু কবিতার জন্য
শুধু তোমার জন্যে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন