অভিমান ভুলে আকাশ টা আজ
রোদ ছিটিয়ে হাসছে
রোদ ছিটিয়ে হাসছে
রাতের অবিন্যস্ত বিছানায় না প্রেমের
গ্লানি চিন্হ মুছে আড়মোড়া ভাঙে
আমার সকাল --
গ্লানি চিন্হ মুছে আড়মোড়া ভাঙে
আমার সকাল --
দু -একটা আলটপকা ঝরে পড়া
শিউলির গন্ধমিশলে
চেনা ডিওডোরেন্টের গন্ধটাকেও
হঠাত্ ভালো লাগতে শুরু করে --
শিউলির গন্ধমিশলে
চেনা ডিওডোরেন্টের গন্ধটাকেও
হঠাত্ ভালো লাগতে শুরু করে --
বেমানান জীবনটাকে কেমন
মানিয়ে নেবার ইচ্ছে জাগে --
মানিয়ে নেবার ইচ্ছে জাগে --
নিস্তরঙ্গ ইছামতী মনে আজ মৃদু আলোড়ন
অভিমানহীন অনুরাগে --
অভিমানহীন অনুরাগে --
কার্নিশ বেয়ে চুয়ে পড়া নরম রোদ্দুর
যে জানান দিল ----
সে মুহূর্তগুলো আগলে রেখেছে
এক আদুরে আবেগে
যে জানান দিল ----
সে মুহূর্তগুলো আগলে রেখেছে
এক আদুরে আবেগে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন