হেরো -২৫
-------------
চেতনা গলিয়ে ঢেলেছি
তোমার ছাঁচে
সুবিধার খাটে বিন্যস্ত হয়েছি
যথেচ্ছাচারে
অর্ধ নগ্নে মন ভরেনি
বিবস্ত্র হচ্ছি
-------------
চেতনা গলিয়ে ঢেলেছি
তোমার ছাঁচে
সুবিধার খাটে বিন্যস্ত হয়েছি
যথেচ্ছাচারে
অর্ধ নগ্নে মন ভরেনি
বিবস্ত্র হচ্ছি
সুবিধার স্রোতে গতি আনতে
সবটুকু দিচ্ছি তোমাকে
সব সমর্পণের অঙ্গীকারে
সবটুকু দিচ্ছি তোমাকে
সব সমর্পণের অঙ্গীকারে
কিন্তু বলতো
তোমার অওকাদ কী আছে
তোমার অওকাদ কী আছে
শুকনো বেলার নরম রোদে
প্রথম ভুলের পাপ শোধন তোর গালে
হিয়ার দেশে অহংকারী খেলায়
লাজুক চাঁদ ঘোমটা মাথায়
হিয়ার দেশে অহংকারী খেলায়
লাজুক চাঁদ ঘোমটা মাথায়
এর পরে বাতাসের ফিসফিসানি
ওর অওকাদ কী বলতো
ওর অওকাদ কী বলতো
কান টানলে মাথা আসত
আঙুল বাড়ালে হাত
দিন বাড়লে আগলে রাখত
চোখের পাতার রাত
আঙুল বাড়ালে হাত
দিন বাড়লে আগলে রাখত
চোখের পাতার রাত
তার পরেও শুনতে হল
তোমাদের অওকাদ কী আছে
আজ বাংলা, কাল বিদেশি
মর্গ মানে - মৃত্যু-বাসি
আগুন যখন দলিত ফুলকি
এভাবেই দিন কেটে যাবে কী
মর্গ মানে - মৃত্যু-বাসি
আগুন যখন দলিত ফুলকি
এভাবেই দিন কেটে যাবে কী
এই শালা
তোদের অওকাদ কী বে ...
তোদের অওকাদ কী বে ...
হেরো -২৬
-------------
একটা ঘুম চুরি করে
দুপুর পালালে
রাতের উপসর্গের হদিস মেলে
কিছু শব্দ পরিচিতি না চাইলে
উল্টো দুনিয়া
এগিয়ে এসে জানলায় বসে
যাঁরা এগিয়ে যায়, ফিরে তাকায় না
হামেশাই তোমরা বলো -
এগিয়ে চলা জীবন
থেমে যাওয়াটা মরণ
আর যাঁরা প্লাটফর্ম ছেড়ে লাইনের দিকে গেছে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন