বড় বিতৃষ্ণাময় এ জীবন
দূষিত রক্তে ভরা হৃদপিণ্ড
বড়ই অভাব ফুসফুসে অক্সিজেনের
অবাধ সঙ্গম সারাদেহে রোগ জীবাণুর
কি করে বলবো -
এ জীবন তাঁর দেওয়া এক বড় নিয়ামক!
প্রতিরাতে হু হু করে আসে ভালুক জ্বর
প্রোটোজোয়া এ্যামিবার ফিউশনে দেহ তছনছ
অর্ধমৃত এখন প্রতিটি সেল ইনসমনিয়ায়.....
কি করে বলবো -
সত্যিই কী ভয়ানক এ জীবন আমার!
চেয়েছিলাম ভালোবাসা বৃক্ষের
কিন্তু তারও আজ ভীষণ শ্বাসকষ্ট
রেসপিরেটরি সিস্টেম ভাইরাসের দখলে
খোলা চোখ মেলে মোর কাটে প্রতিটি দুর্বিষহ রাত
কাতর চোখে সেও চেয়ে থাকে অদৃশ্যলোকে
তবে কি বলবো -
জীবন যাবে ক্ষয়ে ইনসমনিয়ায়?
দূষিত রক্তে ভরা হৃদপিণ্ড
বড়ই অভাব ফুসফুসে অক্সিজেনের
অবাধ সঙ্গম সারাদেহে রোগ জীবাণুর
কি করে বলবো -
এ জীবন তাঁর দেওয়া এক বড় নিয়ামক!
প্রতিরাতে হু হু করে আসে ভালুক জ্বর
প্রোটোজোয়া এ্যামিবার ফিউশনে দেহ তছনছ
অর্ধমৃত এখন প্রতিটি সেল ইনসমনিয়ায়.....
কি করে বলবো -
সত্যিই কী ভয়ানক এ জীবন আমার!
চেয়েছিলাম ভালোবাসা বৃক্ষের
কিন্তু তারও আজ ভীষণ শ্বাসকষ্ট
রেসপিরেটরি সিস্টেম ভাইরাসের দখলে
খোলা চোখ মেলে মোর কাটে প্রতিটি দুর্বিষহ রাত
কাতর চোখে সেও চেয়ে থাকে অদৃশ্যলোকে
তবে কি বলবো -
জীবন যাবে ক্ষয়ে ইনসমনিয়ায়?
ভেবেছিলাম, এ মাসে আমার কোন লেখা নেই।কবি সুশান্তের কারণে স্থান হয়ে গেলো। কৃতজ্ঞতা রোদ্দুর ও কবি সুশান্তকে।
উত্তরমুছুনভেবেছিলাম, এ মাসে আমার কোন লেখা নেই।কবি সুশান্তের কারণে স্থান হয়ে গেলো। কৃতজ্ঞতা রোদ্দুর ও কবি সুশান্তকে।
উত্তরমুছুন