শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

ইনসমনিয়ার ইতিবৃত্ত ( যৌথ কবিতা ) - সুশান্ত হালদার ও জাকিয়া জেসমান যুথি

বড় বিতৃষ্ণাময় এ জীবন
দূষিত রক্তে ভরা হৃদপিণ্ড 
বড়ই অভাব ফুসফুসে অক্সিজেনের
অবাধ সঙ্গম সারাদেহে রোগ জীবাণুর
কি করে বলবো - 
এ জীবন তাঁর দেওয়া এক বড় নিয়ামক!

প্রতিরাতে হু হু করে আসে ভালুক জ্বর
প্রোটোজোয়া এ্যামিবার ফিউশনে দেহ তছনছ
অর্ধমৃত এখন প্রতিটি সেল ইনসমনিয়ায়.....
কি করে বলবো - 
সত্যিই কী ভয়ানক এ জীবন আমার!

চেয়েছিলাম ভালোবাসা বৃক্ষের 
কিন্তু তারও আজ ভীষণ শ্বাসকষ্ট
রেসপিরেটরি সিস্টেম ভাইরাসের দখলে
খোলা চোখ মেলে মোর কাটে প্রতিটি দুর্বিষহ রাত
কাতর চোখে সেও চেয়ে থাকে অদৃশ্যলোকে
তবে কি বলবো -
জীবন যাবে ক্ষয়ে ইনসমনিয়ায়?

২টি মন্তব্য:

  1. ভেবেছিলাম, এ মাসে আমার কোন লেখা নেই।কবি সুশান্তের কারণে স্থান হয়ে গেলো। কৃতজ্ঞতা রোদ্দুর ও কবি সুশান্তকে।

    উত্তরমুছুন
  2. ভেবেছিলাম, এ মাসে আমার কোন লেখা নেই।কবি সুশান্তের কারণে স্থান হয়ে গেলো। কৃতজ্ঞতা রোদ্দুর ও কবি সুশান্তকে।

    উত্তরমুছুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...