শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

আমন্ত্রণ - স্বাতী গুপ্ত

হে সুন্দরী উর্বশী
আমি নহি পুরূরবা
ইন্দ্রিয়ের ক্ষণিকের উল্লাসে
আমার অমরাবতী
:
হে অপ্সরা মরালকায়
তোমার অনিন্দ্য লাস্যে
এসো আমার ভুবনে
:
ক্ষণিকের তরে এই আমন্ত্রণ 
আমরণ আসঙ্গলিপ্সায় নয়
তোমার দেহের কদম্বের রোমাঞ্চে
নগ্নতায় দীপ্ত তনু জ্বালিয়ে যাও
এই অন্ধকার আকাশ সভায় 
:
নক্ষত্রআভায় আকাশের চলে 
রজনী শব্দহীনতায়
বাহু বন্ধে পরশ কম্পিত সলজ্জ উতসুকে
এই প্রেম ক্ষণিকের ইন্দ্রধনু সম
এসো লাস্যময়ী হৃদয়ে মম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...