অন্ধকার আকাশে নক্ষত্ররাজি
আরও প্রজ্জ্বলিত হোক
তোমার অনিন্দ্য সুন্দর দেহ সৌষ্ঠবে
অপরূপ নৃত্য ভঙ্গিমায়
অতুলনীয় মাধুর্য্যে
তুমি শুধুই আমার আবিস্কার
হে সুন্দরী,
আমি যে পুরুরবা নই, উর্বশী:
পৃথিবীর নারীর যবে
পুরুষের বাহুবন্ধনে
লাজুক আত্মসমর্পণ
আমরণ আসঙ্গ লোলুপতায়
সেক্ষনে, ক্ষনিকের উপস্থিতিতে
তুমি হয়ে ওঠো আমার উর্বশী -
আমাদের ইন্দ্রধনু প্রেমের সাক্ষী হোক
অনন্ত আকাশের
অন্তহীন শোভা!!
আরও প্রজ্জ্বলিত হোক
তোমার অনিন্দ্য সুন্দর দেহ সৌষ্ঠবে
অপরূপ নৃত্য ভঙ্গিমায়
অতুলনীয় মাধুর্য্যে
তুমি শুধুই আমার আবিস্কার
হে সুন্দরী,
আমি যে পুরুরবা নই, উর্বশী:
পৃথিবীর নারীর যবে
পুরুষের বাহুবন্ধনে
লাজুক আত্মসমর্পণ
আমরণ আসঙ্গ লোলুপতায়
সেক্ষনে, ক্ষনিকের উপস্থিতিতে
তুমি হয়ে ওঠো আমার উর্বশী -
আমাদের ইন্দ্রধনু প্রেমের সাক্ষী হোক
অনন্ত আকাশের
অন্তহীন শোভা!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন