শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

এক্কা দোক্কা - বিউটি সাহা

ছোট্টবেলার ফ্রক পরা সেই
দুই বিনুনির মেয়ে
স্কুলের ড্রেসে,পিঠের ব্যাগেই
থাকতো কেমন চেয়ে।

হঠাৎ হঠাৎ বায়না জুড়তো
বিচিত্র সে সব খেলার
পুতুলগুলো করতো জড়ো
চড়কতলার মেলার।

কখন আবার চুল এলিয়ে
পড়তো শখের শাড়ি
নিজের মনে এক্কা দোক্কা
খেলতে যেত পাশের বাড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...