অরণ্যে ও কোনোদিনই ছিলনা।
একটা আদর্শ হিন্দু হোটেল এর মতই ছিল
ওর যৌথ পরিবার।
অনুবর্তন হোয়েছে ঋতুর
বারেবারেই মত পাল্টেছে ইছামতীও ।
যে ইছামতির সাথে রোজ গল্প হতো ওর
সে একটু একটু করে
ওর গ্রামের ভেতর আসা শুরু করতেই
অশনি সংকেত পাওয়া গেল।
গৃহবাসীর ঠিকানা
এক কংক্রিটের জঙ্গলের ফুটপাথ ।
শুরু হয়ে গেল
বেঁচে থাকার জন্য
একঘেয়ে পথের পাঁচালী ।
আর পায়ে দলা হয় না তৃণাঙ্কুর ।
মৌরী ফুল দুলে দুলে আর বলেনা
“হ্যাঁগো , চললে কোথায় ?”
ইছামতীর তীরের বনবাসী
আজ শহরের আরণ্যক।।
প্রতিদিনই নতুন স্বপ্ন
কিন্তু সবই ক্ষণভঙ্গুর ।
প্রস্তুতি আগামীকালের
একটা আদর্শ হিন্দু হোটেল এর মতই ছিল
ওর যৌথ পরিবার।
অনুবর্তন হোয়েছে ঋতুর
বারেবারেই মত পাল্টেছে ইছামতীও ।
যে ইছামতির সাথে রোজ গল্প হতো ওর
সে একটু একটু করে
ওর গ্রামের ভেতর আসা শুরু করতেই
অশনি সংকেত পাওয়া গেল।
গৃহবাসীর ঠিকানা
এক কংক্রিটের জঙ্গলের ফুটপাথ ।
শুরু হয়ে গেল
বেঁচে থাকার জন্য
একঘেয়ে পথের পাঁচালী ।
আর পায়ে দলা হয় না তৃণাঙ্কুর ।
মৌরী ফুল দুলে দুলে আর বলেনা
“হ্যাঁগো , চললে কোথায় ?”
ইছামতীর তীরের বনবাসী
আজ শহরের আরণ্যক।।
প্রতিদিনই নতুন স্বপ্ন
কিন্তু সবই ক্ষণভঙ্গুর ।
প্রস্তুতি আগামীকালের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন