তোর আমার মাঝের
সম্পর্ক-নদী
এঁকে বেঁকে পেরিয়েছে
অনেক পথ
সম্পর্ক-নদী
এঁকে বেঁকে পেরিয়েছে
অনেক পথ
পলির প্রকোপে হজম হয়েছে
অনেক নব্যতা
তবুও শেষ পর্যন্ত গিয়ে মিশেছে
সেই সামুদ্রিক গর্ভে
তোর আমার মাঝের
ঘেন্নার বিষ
পুড়িয়েছে পাকস্থলী
ঘেন্নার বিষ
পুড়িয়েছে পাকস্থলী
অনেক নিকোটিন জমেছে
সাধের হৃদয় কোটরে
অনেক চোখের জল
রামধনু হয়েছে রাতবালিশে
তবুও ভাবাবেগের যনিপথ বেয়ে
জন্ম নিয়েছে নতুন দিন
তোর আমার মাঝের
মেকি ভালবাসা
সংক্রামিত হয়েছে
রন্ধ্রে রন্ধ্রে
মেকি ভালবাসা
সংক্রামিত হয়েছে
রন্ধ্রে রন্ধ্রে
শরীরী উপত্যকা পেরিয়ে
গিয়ে ঠেকেছে
কোন অচেনা কোণের
গোপন অলিন্দে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন