মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

ডাক - জুবায়ের আহম্মদ

আমার শেষ বিকেলের ছায়াটা
এখনো বড় হতে শিখেনি
এখনো কচি কচি পায়ে
রোদ গলা রাস্তায় সে খেলা করে যায়
ছোট্ট দুফোঁটা ভয় আর
একরাশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে
..
আমার বিকেলবেলা এখনো শিশু
মুগ্ধ হয়ে দুহাত নেড়ে
এখনো আমায় ডাকে
এক্কাদোক্কার ছকে
.
আমি মুচকি হেসে বলি
শ্বশুড়বাড়ি আছি, 
আজ থাক, খেলব আরেক বিকেলে
তুই অপেক্ষা কর
আমি শীঘ্রই ফিরে আসছি 
তোদের সেই রাঙা খুকি হয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...