শহরের আনাচে-কানাচে,
গন্ধ খুঁজে ফেরে..
অনর্গল কথায়,
ছুটে চলা বয়ঃসন্ধি,
জলছবির মতন বিলি কেটে যায়..
একাকার হয়ে যাই,
পরিত্যক্ত ব্যবধানের,
কিশোরী এক্কা-দোক্কায়..
আয়নায় দাঁড়াতেই,
একরত্তি বয়েস ছুটে যায়—
পলকে চোখাচোখি..
ডানা ঝটপটিয়ে,
যেন উড়ে যাওয়া,
একঝাঁক পাখি..
মনে করে বাস্তব খেলার ছকে,
চাল দিয়ে যাই—
ফিরে দেখি,
ছুঁয়ে থাকা, ডিঙিয়ে পেরোনো,
সেই রাস্তার অলিগলি..
বাষ্পময় স্বপ্নপ্রহরে,
সইরা ডেকে যায়—
কানামাছির আড়ালের ফাঁকে,
এখন রান্নাবাটি খেলি.
গন্ধ খুঁজে ফেরে..
অনর্গল কথায়,
ছুটে চলা বয়ঃসন্ধি,
জলছবির মতন বিলি কেটে যায়..
একাকার হয়ে যাই,
পরিত্যক্ত ব্যবধানের,
কিশোরী এক্কা-দোক্কায়..
আয়নায় দাঁড়াতেই,
একরত্তি বয়েস ছুটে যায়—
পলকে চোখাচোখি..
ডানা ঝটপটিয়ে,
যেন উড়ে যাওয়া,
একঝাঁক পাখি..
মনে করে বাস্তব খেলার ছকে,
চাল দিয়ে যাই—
ফিরে দেখি,
ছুঁয়ে থাকা, ডিঙিয়ে পেরোনো,
সেই রাস্তার অলিগলি..
বাষ্পময় স্বপ্নপ্রহরে,
সইরা ডেকে যায়—
কানামাছির আড়ালের ফাঁকে,
এখন রান্নাবাটি খেলি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন