মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

ভবিতব্য - সিদ্ধার্থ মুখার্জ্জী

আইফেল টাওয়ারের উচ্চতা পেতে চেয়েছিল বৃষ্টি....
ভগবান চেয়েছিলেন.. ঝরে পরুক ও মাটিতে...
ধূলা-বালি রা কাদা হতে চায়নি... 
নিজ সত্বা বজায় রাখতে চেয়েছিল...
তবুও হল, কাদা, মাখামাখি, ছোঁড়াছুঁড়ি ...
বৃষ্টি ঝরলো বলেই.. বৃষ্টি-ঝড়ে, বৃষ্টি ঝরে...
প্রলয় বোধহয় একেই বলে...
ফুটপাথ রেখে বালিশ তলায়...
শান্ত ঘুমের স্বপ্ন বোনায়...
যে মেয়েটি ব্যাস্ত ছিল...
রাত-সওয়ারী লাশ করে যায়...
এবার তবে বিচার হবে?
রেপিস্টরা কি শাস্তি পাবে?
মেয়েটি যেমন শাস্তি পেল...
ভগবান তো চেয়েই ছিল...
ঝরলো বলেই.. বৃষ্টি-ঝড়ে, বৃষ্টি ঝরে...
প্রলয় বোধহয় একেই বলে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...