মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

ইপিটমি - সীমা ব্যানার্জ্জী রায়

যখন শরীরের মধ্যে বন্দী অশনি-সংকেত
মনে করিয়ে দেয় মৌরীফুলের তৃণাঙ্কুর
যখন মানুষ ফিরে আসে 
তার ব্যক্তিগত 'অনুবর্তন'-এর আদর্শ হিন্দু হোটেলে
তখন ইচ্ছে হয় পৃথিবীর সুখ-দুঃখের সাথে 
আমার সুখ দুঃখ মিশিয়ে ভালোবাসাবাসি করি
'
সমস্ত দিন সমস্ত রাত নিজেকে করি ইছামতী
অলিগলি খুঁজে বেড়াই পথের পাঁচালী
ক্ষণভঙ্গুর 'আরণ্যক' নামক গূঢ় স্মৃতি নিয়ে...
সে তৎপরতা দেখার মতো , যদিও দেখা হয়নি ইপিটমি
তবুও ধূসর খাতায় লেখা আরেকটি কবিতার 
ভালোবাসা জন্ম নেয়। 

২টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...