যখন শরীরের মধ্যে বন্দী অশনি-সংকেত
মনে করিয়ে দেয় মৌরীফুলের তৃণাঙ্কুর
যখন মানুষ ফিরে আসে
তার ব্যক্তিগত 'অনুবর্তন'-এর আদর্শ হিন্দু হোটেলে
তখন ইচ্ছে হয় পৃথিবীর সুখ-দুঃখের সাথে
আমার সুখ দুঃখ মিশিয়ে ভালোবাসাবাসি করি
'
সমস্ত দিন সমস্ত রাত নিজেকে করি ইছামতী
অলিগলি খুঁজে বেড়াই পথের পাঁচালী
ক্ষণভঙ্গুর 'আরণ্যক' নামক গূঢ় স্মৃতি নিয়ে...
সে তৎপরতা দেখার মতো , যদিও দেখা হয়নি ইপিটমি
তবুও ধূসর খাতায় লেখা আরেকটি কবিতার
ভালোবাসা জন্ম নেয়।
মনে করিয়ে দেয় মৌরীফুলের তৃণাঙ্কুর
যখন মানুষ ফিরে আসে
তার ব্যক্তিগত 'অনুবর্তন'-এর আদর্শ হিন্দু হোটেলে
তখন ইচ্ছে হয় পৃথিবীর সুখ-দুঃখের সাথে
আমার সুখ দুঃখ মিশিয়ে ভালোবাসাবাসি করি
'
সমস্ত দিন সমস্ত রাত নিজেকে করি ইছামতী
অলিগলি খুঁজে বেড়াই পথের পাঁচালী
ক্ষণভঙ্গুর 'আরণ্যক' নামক গূঢ় স্মৃতি নিয়ে...
সে তৎপরতা দেখার মতো , যদিও দেখা হয়নি ইপিটমি
তবুও ধূসর খাতায় লেখা আরেকটি কবিতার
ভালোবাসা জন্ম নেয়।
valo
উত্তরমুছুনbah! darrun...
উত্তরমুছুন