প্রেমে পড়লেই--
ভাঙা উড়ালপুলে পুনম্ আসে,
প্লাস্টার খসা বাড়িটাও ডেকরেটেড হয়;
ভাঙা উড়ালপুলে পুনম্ আসে,
প্লাস্টার খসা বাড়িটাও ডেকরেটেড হয়;
মরু সাগর নদী হয়
শ্যাওলা সরে আয়না থেকে ,
আবার খোলা বাগানও
দমবন্ধ গ্রিন হাউস হয়,
ছিঁড়ে যায় দড়ি...
অগভীর নলকূপে --চাষে
খরা আসে,
রিলিফ আসে না;
মুঠোফোন ...
হয় সুইচ্ অফ্ ,
এখানে প্রিম্যাচিওড বেবির --
শুধু ঠাঁই হয় না ডাস্টবিনে ,
সঙ্গে আনে --অথৈই বন্যা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন