শুক্রবার, ১ জুলাই, ২০১৬

ফেরা ~ শাঁওলি দে

কিছুটা ব্যক্তিগত ঢেকে রাখি অযত্নে,অবহেলায়
বাকিটুকু হৃদয় জোড়া,
যে স্বপ্ন একটা ঝড়ের জন্ম দেয়
আজকাল তাকে এড়িয়ে চলি

বিষন্ন পেরিয়েই সুখ সুখ এই অনুভূতি
তছনছ হব বলেই কি এত আয়োজন?

তুই ছাড়াও তো বেঁচেই আছি
. . . ফিরলে বদলাবে কিছু আদৌ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...