কতদিন পর ভোরের আলো নেমেছে মাঠে
প্রতিপক্ষহীন এক তরফা খেলে খেলে
বড়ই ক্লান্ত, গা এলিয়ে দিয়েছে ঘাসে
দূরে চালতাবনে কাঠবিড়ালির রাজত্ব,
আজ নেই দুর্বৃত্তদের পাহারাদার
চিল শকুন এ তল্লাট ছেড়েছে অনেক আগেই
শালিক শাবক আলোর ঝুঁটি ধরে উড়াউড়ি করে
প্রতিপক্ষহীন এক তরফা খেলে খেলে
বড়ই ক্লান্ত, গা এলিয়ে দিয়েছে ঘাসে
দূরে চালতাবনে কাঠবিড়ালির রাজত্ব,
আজ নেই দুর্বৃত্তদের পাহারাদার
চিল শকুন এ তল্লাট ছেড়েছে অনেক আগেই
শালিক শাবক আলোর ঝুঁটি ধরে উড়াউড়ি করে
কতদিন ভেবেছি সবুজজার্সি গায়ে মাঠে নামবো
গোল্লাছুট খেলে খেলে যখন হবো ক্লান্ত
তখন দূর্বার জলে মুখ ধুয়ে নিবো
কলমিলতার বুকে বুক ঘষে ঘুমিয়ে পড়বো
গোল্লাছুট খেলে খেলে যখন হবো ক্লান্ত
তখন দূর্বার জলে মুখ ধুয়ে নিবো
কলমিলতার বুকে বুক ঘষে ঘুমিয়ে পড়বো
এ তল্লাট এখন শত্রুমুক্ত
দেখছো না ডাহুক গলা ছেড়ে ডাকছে কাছে
বন্ধু, তুমি তো এ তল্লাটেরই ছেলে
বাইরে এসো - সমস্ত জড়তা ঝেড়ে,
লালজার্সি পরা প্রতিপক্ষ পেয়েছি বলে
আজ খেলা হবে মেন্দিপুরের মাঠে
যেখানে পূর্বপুরুষ শত্রুর সাথে খেলে
মুক্ত করেছিল এ দেশ
দেখছো না ডাহুক গলা ছেড়ে ডাকছে কাছে
বন্ধু, তুমি তো এ তল্লাটেরই ছেলে
বাইরে এসো - সমস্ত জড়তা ঝেড়ে,
লালজার্সি পরা প্রতিপক্ষ পেয়েছি বলে
আজ খেলা হবে মেন্দিপুরের মাঠে
যেখানে পূর্বপুরুষ শত্রুর সাথে খেলে
মুক্ত করেছিল এ দেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন