বৃষ্টির ছাটের ঝাঁক ঝাঁক টাপুরটুপুর
চেরাপুঞ্জির দিক থেকে উড়ে যাওয়া
আমার পাথুরে শব্দপুঞ্জিগুলি
লাল মাটির বুকে যেন বৃষ্টির প্রথম আঘাত
যদিও আমার ভাবনায় ছিল ঝরা পাতার মতই তারা
ঝরে পড়েছে বেঘোরে,
শহরে একটা জলজ্যন্ত মানুষকে
মেরে ফেলা হল কেমন হেলাফেলায় অবেহেলায়
ওরা মানুষ না আর কিছু,
তামা না ঝামা মাঝে মাঝে ধন্দ জাগায় শুকর ছানারা
সহমর্মী না হলেও সহজীবী তো হতেই পারে
নিরসন কি সন্দেহের-
আমি তাকে এককলি গান
নিতেনপক্ষে না হয় আস্ত একটা গানই
উপহার দিয়ে দিতে পারি বিনিময়ে
তার জায়গায় সে কি চাইল একটা মরমী মরাল
একই মূক ও বধির সে ও আমি
যার জন্য আজকাল প্রেমের কবিতা
আর লিখতে পারি না-
শুধু চিত্রকল্পে ভরে ঔঠে রক্তাক্ত লাশ
যায় না তাড়ানো কনুয়ের গুঁতো খেঁয়েও
আমি আর তার মাঝের অর্থাৎ
প্রেমের প্রতীকী ব্যঞ্জনাসমৃদ্ধ চিত্রসমূহকে
চেরাপুঞ্জির দিক থেকে উড়ে যাওয়া
আমার পাথুরে শব্দপুঞ্জিগুলি
লাল মাটির বুকে যেন বৃষ্টির প্রথম আঘাত
যদিও আমার ভাবনায় ছিল ঝরা পাতার মতই তারা
ঝরে পড়েছে বেঘোরে,
শহরে একটা জলজ্যন্ত মানুষকে
মেরে ফেলা হল কেমন হেলাফেলায় অবেহেলায়
ওরা মানুষ না আর কিছু,
তামা না ঝামা মাঝে মাঝে ধন্দ জাগায় শুকর ছানারা
সহমর্মী না হলেও সহজীবী তো হতেই পারে
নিরসন কি সন্দেহের-
আমি তাকে এককলি গান
নিতেনপক্ষে না হয় আস্ত একটা গানই
উপহার দিয়ে দিতে পারি বিনিময়ে
তার জায়গায় সে কি চাইল একটা মরমী মরাল
একই মূক ও বধির সে ও আমি
যার জন্য আজকাল প্রেমের কবিতা
আর লিখতে পারি না-
শুধু চিত্রকল্পে ভরে ঔঠে রক্তাক্ত লাশ
যায় না তাড়ানো কনুয়ের গুঁতো খেঁয়েও
আমি আর তার মাঝের অর্থাৎ
প্রেমের প্রতীকী ব্যঞ্জনাসমৃদ্ধ চিত্রসমূহকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন