শুনেছি কবিতা রাজ্যে আজ দূর্ভিক্ষ এসেছে
কালি আর কলম মিলে
সত্যিই কি বিদ্রোহ করেছে?
যতিচিহ্ন সব নাকি বাধা দিয়েছে
শব্দের জয়োল্লাসে!???
কালি আর কলম মিলে
সত্যিই কি বিদ্রোহ করেছে?
যতিচিহ্ন সব নাকি বাধা দিয়েছে
শব্দের জয়োল্লাসে!???
কবিরা শুনলাম মাথা কুটে মরছেন!
সমঝোতা প্রস্তাব হাতে ছুটছেন
শব্দ ছন্দ আর কলমের ঘরে ঘরে।
তারা জানিয়েছে,
অচিরেই নাকি কবিতা রাজ্যে
আবারো শান্তি ফিরে আসবে।
.......
ছন্দেরা আজ সমাবেশ দিয়েছে
অপকবিতার পথে
শুনেছি মানহানি মামলা আছে
যতিচিহ্নের বিপরীতে।
এদিকে শব্দেরা কালকের দিনে
হরতালের ডাক এনেছে।
কবিতারাজ্যে কবি আজ অসহায়ে মাথা ভাঙে
জানা ছিলোনা বিদ্রোহী আগুন
কবিতা রাজ্য জ্বালাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন