শুক্রবার, ১ জুলাই, ২০১৬

অতন্দ্রিলা ~ শৌণক বক্সী

ক্লোরোফর্মের নেশায় বুঁদ হয়ে আছি

জনপথ গাছপালা এক এক করে
ঢুকে যাচ্ছে ঘরের ভেতর

ভাসমান শরীরের আনন্দ বৃক্ষ
জমিনের নিভৃত আশ্বাস নিয়ে
ছড়িয়ে দিচ্ছে বধির চেতনায়

কোথাও কোন শব্দ নেই
কোথাও কোন দৃশ্য নেই
স্নায়ুর ভেতর স্নেহ মৃদু বয়ে যায়
সবটুকু দিলেও নিঃস্ব হওয়া যায়না
হৃদয়ের পূর্ণিমায় পূর্ণ হয়ে আছে
প্রশান্তির দীর্ঘতম প্রতীক্ষা

কোথায় এর শেষ বলতে পারো অতন্দ্রিলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...