শুক্রবার, ১ জুলাই, ২০১৬

নস্ট্যালজিক ~ পিয়ালী পাল

ধূলোবালি কলের জল
মোগলির সাথে চল
বিকেল রোদ সকাল ঘুম
স্কুল ফেরত গল্পদল
আমার ঐ দিনগুলো বন্ধুরা পাশে
আলাদিনের মত ফিরে পেতে চেয়ে
হাত বাড়াই ভেজা নৌকো ভাসাই
“বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়”

আড়ি-ভাব চোরপুলিশ
চেনামুখ আব্বুলিশ
সবকিছুই দূরে কি কাছেই মন আঙিনায়

“ছেঁড়া ছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলায়”

সে বিকেলগুলো ছবি এই বিকেলে
দুপুরের ব্যস্ততা সব চলে গেলে
জল চোখের পাতায়
“বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়”

তাড়াহুড়ো বড় হওয়া 
রেসাল্ট প্রাইজ পাওয়া 
পেরোলে সব ফুরিয়ে গেলো ছেলেবেলা

“মরা মছের চোখ যায় যতদূরে
শুকোনো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...