গতকাল যে পূর্ণিমা ছিল ,সেটা জানতাম না ,রাত আটটার সময়ে ছাদে উঠেছি ,এক অসাধারণ সুন্দর প্রকৃতি পর্যবেক্ষন করলাম I গরম কালে ,আকাশ পরিষ্কার থাকলে ,আমি ছাদে যাই কানে হেডফোন গুঁজে গান শুনি , ফেসবুক করি I কাল সেই রকম একটা পরিষ্কার বাদল মেঘ হীন সুন্দর রাত ছিল I
যেইমাত্র ছাদের দরজাটা খুলেছি , একটা সাদা আলোর চাদর আমাকে ঢেকে দিল I চারিদিকে তাকাই ,সব সাদা উজ্জল আলোতে ভরে গেছে I দূরের নারকোল গাছের মাথাগুলো মনের আনন্দে নেচে যাচ্ছে ,মনে হচ্ছে ওরাও প্রকৃতির আনন্দযজ্ঞে নিমন্ত্রিত হয়ে মাতোয়ারা হয়ে গিয়েছে I মাথার উপর দক্ষিণপূর্ব দিকে চন্দ্রদেব বিরাজ করছেন তাঁর কিরণ ভান্ডার নিয়ে I
আমি শুধু এই রূপসুধা উপভোগ করছি ,আর সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি , বলছি হে ঈশ্বর তুমি ধন্য I তুমি আমাকে মানুষের জন্ম দিয়েছো ,আমাকে এই সুন্দর দৃশ্য দেখবার ক্ষমতা দিয়েছো ,তুমি আমার শতকোটি প্রণাম গ্রহণ করো
যেইমাত্র ছাদের দরজাটা খুলেছি , একটা সাদা আলোর চাদর আমাকে ঢেকে দিল I চারিদিকে তাকাই ,সব সাদা উজ্জল আলোতে ভরে গেছে I দূরের নারকোল গাছের মাথাগুলো মনের আনন্দে নেচে যাচ্ছে ,মনে হচ্ছে ওরাও প্রকৃতির আনন্দযজ্ঞে নিমন্ত্রিত হয়ে মাতোয়ারা হয়ে গিয়েছে I মাথার উপর দক্ষিণপূর্ব দিকে চন্দ্রদেব বিরাজ করছেন তাঁর কিরণ ভান্ডার নিয়ে I
আমি শুধু এই রূপসুধা উপভোগ করছি ,আর সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি , বলছি হে ঈশ্বর তুমি ধন্য I তুমি আমাকে মানুষের জন্ম দিয়েছো ,আমাকে এই সুন্দর দৃশ্য দেখবার ক্ষমতা দিয়েছো ,তুমি আমার শতকোটি প্রণাম গ্রহণ করো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন