"লেখা আমার মা "
শূণ্য বুকে আঁকড়ে ধরি
আমায় ছেড়ে যেয়ো না
:
বাতাস যেমন ক্লান্ত দেহে
উদ্দীপকের ক্লোরোফিল
গন্ধ তেমন ঘর্মাক্ত দেহে
সিনথলের সিনোপসিস
:
পানীয় যদি উত্তেজকের কোরক হয়
জীবন তবে গীটারের তারে
জীবনমুখী গানের সমতুল
:
বর্ণমালা জুড়ে আমার বাস
শূণ্য স্লেটে উপচে পড়ে শব্দচ্ছ্বাস
:
কলম কি তবে আমি ?
আপন বেগে বয়ে চলি
লেখানদীর এপার ওপার
:
ঝড়ের রাতে নৌকাডুবি হয়ে
হারিয়ে যেওয়ো না
যন্তে রেখো আপন নীড়ে
শূণ্য বুকে আঁকড়ে ধরি
আমায় ছেড়ে যেয়ো না
:
বাতাস যেমন ক্লান্ত দেহে
উদ্দীপকের ক্লোরোফিল
গন্ধ তেমন ঘর্মাক্ত দেহে
সিনথলের সিনোপসিস
:
পানীয় যদি উত্তেজকের কোরক হয়
জীবন তবে গীটারের তারে
জীবনমুখী গানের সমতুল
:
বর্ণমালা জুড়ে আমার বাস
শূণ্য স্লেটে উপচে পড়ে শব্দচ্ছ্বাস
:
কলম কি তবে আমি ?
আপন বেগে বয়ে চলি
লেখানদীর এপার ওপার
:
ঝড়ের রাতে নৌকাডুবি হয়ে
হারিয়ে যেওয়ো না
যন্তে রেখো আপন নীড়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন