শুক্রবার, ১ জুলাই, ২০১৬

শিরনামহীন ~ আশফাক হাবিব চৌধুরী

সারাদিন দায়ের আশ্চর্য কোরিওগ্রাফি পালন শেষে
বাস্তুভিটে পরে নিচ্ছে আখেরি কলোনিয়াল সূর্যাস্ত

হ্যাঙ্গার মানুষ থেকে সদ্য অবসরের গন্ধ ছড়াচ্ছে
বোতাম খোলা, দমবন্ধনীহীন এক খোলা অবসর

সমগ্র বিজ্ঞাপন ছাপিয়ে গন্ধটা ঠিক সাদা বকুলের মতো
আলেয়াহীন আঙুল তাক করে কিছুটা নিষিদ্ধ কিছুটা উৎসবের বুকে
অবসরে সরেও সরছে না অব-স্বাদ
প্রত্যেকটা মুহূর্ত অবসর... অব সর...

সর আদেশেই কী স্বরবর্ণ হওয়া যায়?
অবসরে সব ব্যঞ্জন ভিড় করছে পুরনো পাণ্ডুলিপির দোকানে
রিডাকশন সেলের মতো একটানা আবৃত্তি করছে কাব্যতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...