অমরত্বপ্রত্যাশী কিছু মুহূর্ত
অসম্পূর্ণতার ছোঁয়ায় হারিয়ে যায়
উল্কাগতিতে
নীহারীকাপুঞ্জের মাঝে
বিভাজিকায় ঘুমিয়ে থাকা প্রেমহীন ক্লেদাক্ত স্পর্শ
অপমানই বয়ে আনে
অ্যালার্মের অভ্যস্ত সকালে
ব্ল্যাকহোলের অলিতে গলিতে
জমতে থাকে সম্পর্কের পৌনঃপুনিকতা
গর্বোন্নত গ্রীবায় স্থায়ী প্রেম-ট্যাটু
তিক্ততার প্রতীক হয়ে জাজ্বল্যমান
আজও
ভালবাসার অকালমৃত্যু প্রত্যক্ষ করি নির্নিমেষ
আর
একবুক জ্বালা নিয়ে সরে যেতে চাই
আলোকবর্ষ দূর
অসম্পূর্ণতার ছোঁয়ায় হারিয়ে যায়
উল্কাগতিতে
নীহারীকাপুঞ্জের মাঝে
বিভাজিকায় ঘুমিয়ে থাকা প্রেমহীন ক্লেদাক্ত স্পর্শ
অপমানই বয়ে আনে
অ্যালার্মের অভ্যস্ত সকালে
ব্ল্যাকহোলের অলিতে গলিতে
জমতে থাকে সম্পর্কের পৌনঃপুনিকতা
গর্বোন্নত গ্রীবায় স্থায়ী প্রেম-ট্যাটু
তিক্ততার প্রতীক হয়ে জাজ্বল্যমান
আজও
ভালবাসার অকালমৃত্যু প্রত্যক্ষ করি নির্নিমেষ
আর
একবুক জ্বালা নিয়ে সরে যেতে চাই
আলোকবর্ষ দূর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন