একলা থাকার দিনগুলিতে যখন যন্ত্রণা
আমার আমিকে প্রকাশের ব্যাকুলতা
সেদিন থেকে তোমাকে পেলাম কবিতা।
তোমার সাথে কি সম্পর্ক কোন নাড়ীর টান
জানি না কিছুই শুধু জানি আমার সুখ দুঃখে
আনন্দ বেদনায় তোমাকে সৃষ্টি করি আমি,
তুমি কি আমার মানস কন্যা? আমি তোমার মা?
আবার ভাবি আমার আমিকে নিয়ে নিত্য তুমি খেলো,
সেই আমি যে তার সাথে তো নেই আমার পরিচয়
শুধুই জানি তুমি এই আমিকে ভেঙ্গে গড়ে
কোন সে বিষম খেলা খেলো অনন্ত তা জানে
কবিতা তুমি আমার দেখনহাসি মনের হাসি
চিরায়ত মা নাকি আমি তোমার জন্মদাত্রী?
দু ' জনেতে মিলে মিশে অন্তহীন কবেই যেন
হয়ে গেছি অবিচ্ছেদ্য একে অন্যের মা
আমার আমিকে প্রকাশের ব্যাকুলতা
সেদিন থেকে তোমাকে পেলাম কবিতা।
তোমার সাথে কি সম্পর্ক কোন নাড়ীর টান
জানি না কিছুই শুধু জানি আমার সুখ দুঃখে
আনন্দ বেদনায় তোমাকে সৃষ্টি করি আমি,
তুমি কি আমার মানস কন্যা? আমি তোমার মা?
আবার ভাবি আমার আমিকে নিয়ে নিত্য তুমি খেলো,
সেই আমি যে তার সাথে তো নেই আমার পরিচয়
শুধুই জানি তুমি এই আমিকে ভেঙ্গে গড়ে
কোন সে বিষম খেলা খেলো অনন্ত তা জানে
কবিতা তুমি আমার দেখনহাসি মনের হাসি
চিরায়ত মা নাকি আমি তোমার জন্মদাত্রী?
দু ' জনেতে মিলে মিশে অন্তহীন কবেই যেন
হয়ে গেছি অবিচ্ছেদ্য একে অন্যের মা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন