একটু করে আমি বদলেছি
তোমায় বদলে দিয়েছি লেখা
শ্বাস বেঁধে তোমার গর্ভে খুঁজেছি আলো।
এক্সনের চরম স্পন্দনে
তুমি আমার চেতনাজাত।
:
উদভ্রান্ত ইপকের শেষতম কক্ষে
দগ্ধ প্রাণের সান্ত্বনা তুমি, আদিম গভীরে
যতোই ডুবেছি একাত্মে, জাপটেছি প্রাণপণ।
বদলে গেছে ধারণা যত
আমার লেখা, আমি তোমার আত্মজ।
তোমায় বদলে দিয়েছি লেখা
শ্বাস বেঁধে তোমার গর্ভে খুঁজেছি আলো।
এক্সনের চরম স্পন্দনে
তুমি আমার চেতনাজাত।
:
উদভ্রান্ত ইপকের শেষতম কক্ষে
দগ্ধ প্রাণের সান্ত্বনা তুমি, আদিম গভীরে
যতোই ডুবেছি একাত্মে, জাপটেছি প্রাণপণ।
বদলে গেছে ধারণা যত
আমার লেখা, আমি তোমার আত্মজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন