শুক্রবার, ১ জুলাই, ২০১৬

লেখা তুমি ~ প্রসাদ বিশ্বাস

একটু করে আমি বদলেছি
তোমায় বদলে দিয়েছি লেখা
শ্বাস বেঁধে তোমার গর্ভে খুঁজেছি আলো।
এক্সনের চরম স্পন্দনে
তুমি আমার চেতনাজাত।
:
উদভ্রান্ত ইপকের শেষতম কক্ষে
দগ্ধ প্রাণের সান্ত্বনা তুমি, আদিম গভীরে
যতোই ডুবেছি একাত্মে, জাপটেছি প্রাণপণ।
বদলে গেছে ধারণা যত
আমার লেখা, আমি তোমার আত্মজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...