শুক্রবার, ১ জুলাই, ২০১৬

দর্পণে প্রতিফলন: কবিতা ও আমি ~ জাকিয়া জেসমিন যূথী

মায়ের জঠর থেকে জন্ম নেয় বহু সন্তান
তার চিন্তা, চেতনার হয় প্রতিফলন
গড়ে উঠে তারই উত্তরাধিকারীর ভেতর
স্বপ্ন, উপলব্ধি সবই তার
ছড়িয়ে পড়ে তার বংশধর
নতুন উদ্যমে পুনরায়
বারংবার, 
বছর বছর।

এমন করেই আমার রচিত কবিতায় উঠে আসে 
স্ব-আবেগ, ভালবাসা, স্বপ্ন, উপলব্ধি...
এক একটি কবিতা আমারই ভাবনার প্রতিফলন
পৃথিবীতে ছড়িয়ে দেই কবিতারূপ সন্তানদের
যাদের হাত ধরে ঘুরে আসি বিন্ধু সিন্ধু
মুগ্ধতায় মেতে উঠি নানারূপ দর্শনে
কবিতাই আমাকে বাঁচিয়ে রাখে অথবা আমিই কবিতাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...