এই সেই পথ । এ পথ একদিন পায়ে চলার পথ ছিল । সবাই বোল্ল ,দুর্শালা একেনে আর কিচু হবেনি । হবেনি মানে উন্নতি হবেনি । উন্নতি মানে চকচকে হবেনি । এট্টু ছিরিক কল্লতো ওমনি পথে হাঁটা দায় ।
একেনে পা দিলে ওকেনে হড়কে যায় ।
তাইলে উন্নতি চাই । উন্নতির দেবতা একশ হাত তুলে বর দিলো...।
উন্নতি তরতর করি হোতি লাগল...আস্তায় মোরাম পোল্ল...গাঁ থিকে বেগুনটি , পটলটি,ঝিঙেটি ঝাঁকায় চেপে চল্ল...উই শহরে । এই পথ দে । এই পথ দে হুস হুস করে গাড়ি ঢোকে ... মহাজন ঢোকে... ।
এই পথ সেই পথ । গাঁয়ের মানুষ লুট হয়ে যায় । এই পথে মেয়েমানুষ চালান হয়...বেগুন-পটলের মতো
ঘাম চালান হয়...রক্ত চালান হয়...।
এই পথের পাশে সিধুর চপের দোকানে ভীড় ।
এই পথ দিয়ে সিধুর বৌ রাত কোরে ঘরে ফেরে । চুল্লু খেয়ে সিধু তখন টানটান । সিধুর উরুথের ওপর পড়ে থাকা ন্যাতানো লিঙ্গটার মতো তপতপে একটা বেগুনি সম্বল করে সিধুর বৌ পান্তার আমানিতে চুমুক মারে ।
এই পথ ।এই সেই পথ । গ্রামটাকে এক্কেরে শহরের কাছে পৌঁছে দেয় ।
কেবল রোজ আঁধার গাঢ় হোলে জোনাকীগুলো এর তার ঘরের দুখ্যুগুলো নে জটলা করে । তাদের গপ্প শুনতি শুনতি ঝিঁঝিঁ গুলো কাঁদে...কাঁদে রে পাঁচু...তরা ভাবিস পোকা ডাকতেছে...বাঞ্চোৎ কোথাকার
একেনে পা দিলে ওকেনে হড়কে যায় ।
তাইলে উন্নতি চাই । উন্নতির দেবতা একশ হাত তুলে বর দিলো...।
উন্নতি তরতর করি হোতি লাগল...আস্তায় মোরাম পোল্ল...গাঁ থিকে বেগুনটি , পটলটি,ঝিঙেটি ঝাঁকায় চেপে চল্ল...উই শহরে । এই পথ দে । এই পথ দে হুস হুস করে গাড়ি ঢোকে ... মহাজন ঢোকে... ।
এই পথ সেই পথ । গাঁয়ের মানুষ লুট হয়ে যায় । এই পথে মেয়েমানুষ চালান হয়...বেগুন-পটলের মতো
ঘাম চালান হয়...রক্ত চালান হয়...।
এই পথের পাশে সিধুর চপের দোকানে ভীড় ।
এই পথ দিয়ে সিধুর বৌ রাত কোরে ঘরে ফেরে । চুল্লু খেয়ে সিধু তখন টানটান । সিধুর উরুথের ওপর পড়ে থাকা ন্যাতানো লিঙ্গটার মতো তপতপে একটা বেগুনি সম্বল করে সিধুর বৌ পান্তার আমানিতে চুমুক মারে ।
এই পথ ।এই সেই পথ । গ্রামটাকে এক্কেরে শহরের কাছে পৌঁছে দেয় ।
কেবল রোজ আঁধার গাঢ় হোলে জোনাকীগুলো এর তার ঘরের দুখ্যুগুলো নে জটলা করে । তাদের গপ্প শুনতি শুনতি ঝিঁঝিঁ গুলো কাঁদে...কাঁদে রে পাঁচু...তরা ভাবিস পোকা ডাকতেছে...বাঞ্চোৎ কোথাকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন