রবিবার, ১ মে, ২০১৬

উতরোল ~ পিয়ালী বসু ঘোষ

গুটিয়ে গেছে সব অভিমান
বিনম্র সন্ধ্যায় কিছু মেঘ জমে আছে
আকাশে আবীরে প্রসারিত শ্বাস
ভ্যাপসা গরমে বাতাসও বন্দী
জলেরও তৃষ্ণা বুঝি আগুনেরই কাছে
সহাবস্থানের মেঘে কিছু রোদ জমা থাকে
তবু আঙ্গুলের মেরুদণ্ডে উতরোল মন
শ্যামবেশী মেঘে সাজে অথৈ জীবন
রুপকথা চুপ থাকে, শুধু সুফি সুরে মন'দি
ভুল পথে চালিত করাই কৃষ্ণচূড়ার ফন্দী . .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...